শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে মা সহ ৪জনকে জখম করে এক যুবকের থানায় আত্মসমর্পন
কেশবপুরে মা সহ ৪জনকে জখম করে এক যুবকের থানায় আত্মসমর্পন
এস আর সাইদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে মা, ভাই, চাচা ও দাদিকে জখম করে থানায় আত্মসমর্পন করেছে আমিনুর রহমান নফর নামে এক যুবক। শনিবার দুপুরে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের ইসলাম মোড়লের ছেলে আমিনুর রহমান নফর পারিবারিক বিরোধের জের ধরে শনিবার দুপুরে তার মা ফাহিমা খাতুন (৫০) ও ছোট ভাই শামীম রেজাকে (২৪) মারপিট করতে থাকে। এ সময় তার বড় চাচা মোসলেম মোড়ল (৬০) ও প্রতিবেশী দাদী আমেনা খাতুন (৪০) তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর অবস্থায় মা, চাচা ও দাদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমা খাতুন বলেন, আমিনুর তার প্রথম স্ত্রীর শিশু কন্যা তহুরাকে (৪) মারপিট করার সময় বাঁধা দিতে গেলে ইট ও কাঠের লাঠি দিকে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পিতা ইসলাম মোড়ল বলেন, তার ছেলে প্রায়ই তাদেরকে মারপিট করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন বলেন, যুবকটি থানায় আত্মসমর্পনের পর থানায় আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ হলে মামলা হবে।