সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুর সাগরদাঁড়ীতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত
কেশবপুর সাগরদাঁড়ীতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত
বাহারুল ইসলাম-
গত ২৬ আগষ্ট সকাল ১০টায় যশোর জেলার কেশবপুর উপজেলায় সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি’র” প্রশিক্ষণ ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। “হেলপিং কোস্টাল কমিউনিটিজ লিভ উইথ রাইজিং সী লেভেল” প্রকল্পের আত্ততায় ইউনাইটেড পারপোজ-বাংলাদেশ এর সহযোগিতায়, বিগ লটারী ফান্ড-ইউকে-এর আর্থিক সহায়তায় এবং বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠন প্রতীক ট্রাষ্ট্রের আয়োজনে ২৬ ও ২৭ তারিখে প্রশিক্ষন এবং ২৮ তারিখে অর্ধ-বাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থ্াপনা কমিটির সভাপতি জনাব কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রতীক ট্রাষ্টের প্রজেক্ট কো-অডিনেটর জনাব আনন্দ দাস।
সভায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ উপস্থিত ছিলেন ইউনাইটেড পারপোজ-বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার জনাব আব্দুল আলীম, এফএফ, জি,এম, শহিদুল ইসলাম। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক শহিদুল ইসলাম। উক্ত সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন।