মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদে সাকিব ও বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন বাবা মাশরুর রেজা
ঈদে সাকিব ও বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন বাবা মাশরুর রেজা
মাগুরা প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাগুরার কৃতি সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান ও বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়েছেন সাকিবের বাবা মাশরুর রেজা। শনিবার ঈদের নামাজ আদায় শেষে নিজ বাড়িতে সাকিব ভক্তদের সাথে সময় কাটানোর কালে এ কামনা করেন সাকিবের বাবা মাশরুর রেজা।
তিনি জানান- অস্ট্রেলিয়ার সাথে খেলা চলমান থাকার কারণে সাকিব এ বছর ঈদ করতে বাড়ি আসতে পারেনি। তবে বাড়িতে অনেক সাকিব ভক্ত আসছেন। তাদের সঙ্গে তিনি ছবি তুলছেন ও সময় কাটাচ্ছেন। তিনি সকলের কাছে বাংলাদেশ দলের জয়ের ধারা অব্যাহত থাকার জন্য দোয়া প্রার্থনা করেন। সাকিবের বাড়িতে এ বছর ঈদে ২টি গরু ও ২ টি ছাগল কোরবানি দেয়া হয়েছে । সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ - অস্ট্রেলিয়া ট্রেস্ট ক্রিকেটে মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান ম্যান অব দ্যা ম্যাচের কৃতিত্ব অর্জন করেন।
এদিকে শনিবার সকালে মাগুরায় ৩ শতাধিক ঈদগাহে পবিত্র ঈদ উল আযহার নামাজ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জেলার প্রধান জামাত। এখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজাসহ অন্যরা।
প্রধান এ জামাতে ইমামতি করেন মাগুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো: রইস উদ্দিন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হয়। এ বছর অধিকাংশ ঈদগাহ থেকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য অপসারনের মাধ্যমে পরিস্কার পরিবেশ নিশ্চিতের জন্য মাগুরা মেয়রের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে ।