মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ- আহত ১০
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ- আহত ১০
মাগুরা প্রতিনিধি ঃ- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে আহত মীর হাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাহেব আলী ও সাব্বির মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাব্বির এর নেতৃত্বে নায়েব আলী শেখ, ইজারুল, কবিরুল, জিন্নাহ, রামদা ও ছানদা নিয়ে সাহেব আলীর সমর্থকদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হাফিজুর রহমান (৪৫), জিয়াউর রহমান (৩২), মনির (২০), তাওহিদ খান (৪০), মোক্তার মীর (৪৭) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। রেজা মীর, বাকু শেখ, মনির মীর, মীজান মীরকে সাচিলাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মিলন হোসেন নামে সাব্বির সমর্থককে বিকালে কিল ঘুষি মারার সুত্র ধরেই সন্ধ্যার পর অর্তকিত এ সংঘর্ষ হয়েছে বলে এলাকাবাসির ধারণা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান,সোমবার সন্ধ্যায় অর্তকিত সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে ।