মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় পরকিয়া’র জেরে গৃহবধু খুন প্রেমিক আটক
ডুমুরিয়ায় পরকিয়া’র জেরে গৃহবধু খুন প্রেমিক আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রামে গত শনিবার রাতে পরকিয়া’র জের ধরে গৃহবধু মাহেরা বেগম ময়না(২৮) নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রামের সামাদ সরদারের ছেলে রাহাকুল সরদার’র(৩২) সাথে ১৬ বছর পূর্বে একই উপজেলার সাহস গ্রামের আদম আলী মোড়লের মেয়ে মাহেরা বেগম ময়না’র(২৮) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই প্রতিবেশী দেলোয়ার ফকিরের (৩০) সাথে গৃহবধু মাহেরা বেগম পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে কয়েক দফা শালিস বৈঠকও হয়। এক পর্যায়ে গৃহবধু মাহেরা তার স্বামীকে তালাক দিয়ে প্রেমিক দেলোয়ারের সাথে বিয়ে করে। এর কিছুদিন পরে মাহেরা-দেলোয়ারের সংসারে অশান্তি দেখা দিলে এলাকাবাসীর উদ্যোগে আবারও শালিস বসে। এবং মাহেরা দেলোয়ারকে তালাক দিয়ে পূর্বের স্বামী রাহাকুলের সংসারে ফিরে আসে। এর কিছুদিন পরে মাহেরা বেগম প্রতিবেশী ইকরামুল ইসলাম(২৮) নামের অপর এক যুবকের সাথে আবারও পরকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সাবেক স্বামী দেলোয়ার ক্ষিপ্ত হয়ে মাহেরা’কে নানা ভাবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে গত শনিবার ঈদের রাতে গৃহবধূ মাহেরা সকলের অজান্তে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন রবিবার সকালে বাড়ির কাছে একটি সুপারি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ প্রসঙ্গে নিহতের স্বামী রাহাকুল বলেন, বিয়ের ২/১ বছর পরেই মাহেরা পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে। আমি বার বার বুঝিয়েও তাকে ভাল করতে পারিনি। ঘটনার রাতে আমরা খাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ রাত ১২টার দিকে উঠে দেখি সে ঘরে নেই। খোজাখুজি করে কোথাও পাইনি। সকালে একটি সুপারি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। আমার ধারণা তাকে মেরে ফেলেছে। নিহতের বাবা আদম আলী বলেন, লম্পট দেলোয়ার ও ইকরামুলই আমার মেয়েকে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল খালেক বলেন, লাশের মাথায় ও মুখের এক পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঘাতকরা তাকে শ্বাসরোধের পর গলায় ওড়না পেঁচিয়ে সুপারি গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় প্রেমিক দেলোয়ার হোসেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। তবে হত্যাকান্ডটি রহস্য-জনক।