বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় ডাক্তার‘র উপর হামলার ঘটনায় মামলা ঃ ৩ ঘন্টা কর্ম বিরতি
ডুমুরিয়ায় ডাক্তার‘র উপর হামলার ঘটনায় মামলা ঃ ৩ ঘন্টা কর্ম বিরতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হাসপাতালে কর্মরত সবুজ সাহা নামের এক মেডিকেল অফিসারের উপর হামলা চালিয়েছে রুগীর স্বজনেরা।গত মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপর এ হামলা চালানো হয়।এ ঘটনায় আহত ডাঃ সবুজ সাহা নিজেই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।এ দিকে ডাঃ সবুজ সাহার উপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৩ ঘন্টার কর্ম বিরতি ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এক মানব বন্ধন পালিত হয় এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।কর্ম বিরতির খবর শুনে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর,ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত ও সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ঘটনা স্থলে পৌছে আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যাবস্থা গ্রহনের প্রতিশ্র্রতিতে সাময়িক ভাবে কর্মসুচি প্রত্যাহার করা হয়।থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় ঘটনার দিন বিকেলে আসমা বেগম নামের এক রুগীকে হাসপাতালে ভর্তি করা হয়।জরুরী বিভাগ থেকে ভর্তির পর ওই রুগীকে ৩ তলা ভবনে নিয়ে রুগীর স্বজনেরা কর্তব্যরত ডাঃ সবুজসাহাকে বাইফোর্সে ওই রুগীকে দেখতে বলেন ।ডাক্তার তখন বলেন অতি জরুরী এই রুগীকে দেখে আসছি।তখন আগে আসবিনা কেন বলে রুগীর স্বজন মেছাঘোনার আঃ হালিম,কাটাখালির আঃ গফ্ফার শেখ,মফিজ ও মহিউদ্দিন আজাদ নামের ব্যক্তিরা তাকে বেপরোয়া মারপিট করে।ঘটনা প্রসংগে ওসি মোঃ হাবিল হোসেন বলেন আসামিদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।