বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেশবপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেশবপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
মায়ানমায়ারে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বোরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক প্রতিবাদ সভা বুধবার বিকালে ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি কৃষ্ণ পদ দাস, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের জন্য অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।