বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিষপানে ভ্যানচালকের আত্মহত্যা
পাইকগাছায় বিষপানে ভ্যানচালকের আত্মহত্যা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মফিজুল সরদার (৪০) নামে এক মটর ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ী গড়েরআবাদে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বুধবার বিকালে হরিঢালী পারিবারিক কবর স্থানে মফিজুলের দাফন সম্পন্ন করা হয়েছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে ভ্যানচালক মফিজুল সরদার গত দেড় মাস আগে একই উপজেলার গড়েরআবাদ গ্রামের মোক্তার সরদারের মেয়ে রোজিনা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন। স্ত্রী রোজিনা বেগম জানান, ঈদের দিন বিকালে আমরা স্বামী-স্ত্রী পিতৃলয়ে বেড়াতে আসি। সোমবার দুপুরে দুলাভাইয়ের বাড়ীতে দাওয়াত খেয়ে মফিজুল বাড়ীতে চলে যায়। মঙ্গলবার সকালে প্রথম পক্ষের মেয়ে নাজমিনকে সাথে নিয়ে আবার আমাদের বাড়ীতে আসে। এসেই সে পাশের বাজারে চলে যায়। পরে দুপুরের দিকে বসত ঘরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় মেয়ে নাজমিন চিৎকার দিলে পরিবারের লোকজন সবাই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেয়ে নাজমিন জানান, বাবা যখন বিষপান করে আমি তখন ঘরের মধ্যেই ছিলাম। পরে আমার চিৎকার শুনে লোকজন ছুটে আসে। চাচা শ্বশুর সোবহান সরদার জানান, ঘটনার সময় আমি বাহিরে ছিলাম, পরে বিষয়টি জানতে পেরে আমি দ্রুত তাকে হাসপাতালে নিতে বলি এবং হাসপাতালে প্রায় ২ ঘন্টা চিকিৎসাধীন থাকারপর মফিজুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।