শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি ঃ “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরায় গতকাল শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।
জেলা প্রশাসন, মাগুরা এ দিবসের আয়োজন করে । দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শহরের ভায়না মোড় হয়ে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় । বর্ণাঢ্য র্যালীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় । র্যালী শেষে কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আতিকুর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম , উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সরোজ কুমার দাস , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহল আমিন , অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস , পিটিআইএর সুপারিনটেনডেন্ট বাদল চন্দ্র বিশ্বাস ও মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান প্রমুখ ।
সাক্ষরতা দিবসে বক্তারা বলেন , বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭২ শতাংশ । সরকার নিক্ষরতা দূরীকরণে সমাজের সর্বস্তরে উদ্দীপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছে । বর্তমানে সরকার মৌলিক সাক্ষরতা প্রকল্প নামে একটি প্রকল্প ৬৪ জেলায় কাজ শুরু করেছে । আর এ প্রকল্পের আওতায় মাগুরা সদর ব্যতীত মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় খুর শীঘ্রই মৌলিক সাক্ষরতার কাজ শুরু হবে ।