সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দাকোপে উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন
দাকোপে উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডশেনের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। দাকোপ উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সভাপতি সাংবাদিক আজগর হোসেন ছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া এবং সহকারী প্রোগ্রাম অফিসার শরিফুল আলম লিটন। প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সহভাপতি ও ইউপি সদস্য কোহিনুর বেগম বিউটি, বিপুল মন্ডল, সাধারন সম্পাদক শান্ত মিস্ত্রি পাবক, প্রচার সম্পাদক জি এম ফারুক, সদস্য ও চালনা পৌর সভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর, শচীন্দ্রনাথ মন্ডল, নিরুপম মন্ডল, সঞ্জিব রায়, অনিসা ব্যানার্জী, ফজলুল করিম, সৌমেন হালদার, লিপিকা বৈরাগী, রতন মন্ডল, এস এম মামুনুর রশীদ, অঞ্জনা সানা, স্মৃতি কনা সরকার প্রমুখ। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য এবং সেবা গ্রহীতাদের অধিকার সচেতনতা মুলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।