সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনাবাহিনী আবারো আগুন দিয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়িতে
সেনাবাহিনী আবারো আগুন দিয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়িতে
মাসুম বিল্লাহ (লাচ্চু) ।
মিয়ানমারে নাফ নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় রোহিঙ্গাদের ঘরবাড়িতে নতুন করে আগুন দিয়েছে দেশটির সেনাবাহিনী। এলাকাগুলো হলো—বাঘবুনা, খুইনাপাড়া, গর্জনদিয়া ও ছাইরাপাড়া। সোমবার বাংলাদেশ সময় বেলা ১০টার দিকে এ আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গা। মিয়ানমারের রাজারবিল এলাকার বাসিন্দা মো. নজির বাংলাদেশ সীমান্তে প্রবেশকালে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী সকালে আমাদের এলাকার বাড়ি ঘরে আগুন দিয়েছে। এ সময় জীবন বাঁচাতে পরিবার সদস্যদের নিয়ে এপারে (বাংলাদেশে) চলে এসেছি। মিয়ানমারে নাফ নদীর তীরবর্তী অঞ্চলে এভাবেই ধোঁয়া উড়তে দেখা যায়উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, এ পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে, এই সংখ্যা আরও বেশি। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।