বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » রোহিঙ্গাদেরকে মানবিক কারণে দেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোহিঙ্গাদেরকে মানবিক কারণে দেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
——————————— প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
অরুন দেবনাথ, ডুমুরিয়া
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, সম্প্রতি মিয়ানমারে জাতিগত সহিংসতায় বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরনার্থীদেরকে মানবিক কারণে প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ অবদানে বিশ্ববাসীর কাছে একটা রেকর্ড সৃষ্টি হয়েছে। এপর্যন্ত প্রায় ১০ লাখ শরনার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে রোহিঙ্গাদেরকে দেশে ফিরিয়ে নাগরিকতা দেয়ার জন্য জাতীয় সংসদে মিয়ানমার সরকারের উপর জোর তাগিদও দেয়া হয়েছে। রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন করায় দেশটির সরকারের প্রতি নিন্দা জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্নভাবে উদ্যাপনের লক্ষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময়ে উপজেলায় অনুষ্ঠেয় ১৯৫টি পুজা মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে ২৫ মিনিটের বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটা পুজা মন্দির কমিটি এক একটা ইউনিট। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ততা বজায় রেখে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোহিতা নিয়ে এবছরও পুজা পরিচালনা করবে। এছাড়া উপজেলাতে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। এবছর প্রতিটি পুজা মন্দিরে প্রশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল আনসার নিয়োগ করা হবে। মন্দির কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, মিটার ছাড়া বিদ্যুৎ ব্যবহার করবেন না। মন্দিরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিলে বিদ্যুৎ কর্তৃপক্ষ যে কোন মুহুর্তে জরিমানা করবে। সুতরাং যে মন্দিরে বিদ্যুত নেই সেগুলো তালিকা নেয়া হচ্ছে। সেখানে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুতের ব্যবস্থা করা হবে, যদি নিকটে বিদ্যুৎ লাইন থাকে। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, সুরঞ্জিত কুমার বৈদ্য, হিমাংশু বিশ্বাস ও শেখ দিদার হোসেন, কলেজ অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, আ’লীগ নেতা শাহনেওয়াজ জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।