শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরার মহম্মদপুরে মাদক বিরোধী শপথ নিলেন প্রায় ৫ হাজার মানুষ
মাগুরার মহম্মদপুরে মাদক বিরোধী শপথ নিলেন প্রায় ৫ হাজার মানুষ
মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদক বিরোধী শপথ নিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় ৫ হাজার মানুষ। গতকাল শনিবার দুপুরে নহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক বিরোধী এই শপথ বাক্য পাঠ করান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
সমাবেশে নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফরুকুজ্জামান, নহাটা আইডয়াল গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সাবু, চাকুলিয়া মাদরাসার সুপার আব্দুস শাকুর, নহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশ শেষে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।