শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে প্রাক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেশবপুরে প্রাক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে মন্দ্রির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শহরের সাহাপাড়ায় প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কেন্দ্রের শিক্ষক সুপ্রিয়া সাহার সভাপতিত্বে ও সমাজসেবক কুশ সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানের সহ-ধর্মীনি আয়রিন হোসেন লিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আজিজুর রহমান স্বপন, শিক্ষক তপন সাহা, মনোজ হালদার, অজিত মুখার্জী, বৃদ্ধদেব সাহা, শ্যামল সাহা, দুলাল চন্দ্র, কালীপদ অধিকারী, রবিন মন্ডল প্রমুখ। সভায় উপজেলা চেয়ারম্যানের সহ-ধর্মীনি আয়রিন হোসেন লিপি সাহাপাড়ায় প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে দুটি সিলিং ফ্যান প্রদান করেন।