সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মহাসমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মহাসমাবেশ অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহীদ মিনার চত্ত্বওে মাওঃ আলহাজ্ব আকবর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ রইসুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মাওঃ শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, শামছুল হুদা খোকন, কাউন্সিলর সেলিম নেওয়াজ, সাংবাদিক আব্দুল আজিজ, মাওঃ শামছুদ্দীন, ইব্রাহিম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, আকরাম হুসাইন, মুফতী আহম্মদ আলী, হাফেজ আব্দুল হান্নান ওমর, মাওঃ সিরাজুল ইসলাম, কবিরুল ইসলাম বিলালী, নূরুজ্জামান, মুফতী ওয়াজকরুনী ও গাজী আব্দুস সামাদ। মহাসমাবেশে প্রতিবাদী জনতার ঢল নামে। বিকাল ৪টার মধ্যে হাজার হাজার প্রতিবাদী জনতা সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতন বন্ধ করে তাদেরকে ফেরত নেওয়ার জন্য মায়ানমার নেত্রী সুচির প্রতি আহ্বান জানান। বক্তারা নির্যাতিত লাখ লাখ সরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুচির নোবেল পুরস্কার প্রত্যাহার করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য শেখ হাসিনাকে একই সম্মানে ভূষিত করার জন্য নোবেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর আবেদন জানান।