মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরের সাতবাড়িয়া এলাকায় বিদ্যুৎ দেওয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ
কেশবপুরের সাতবাড়িয়া এলাকায় বিদ্যুৎ দেওয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় বিদ্যুৎ দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ঐ এলাকায় কর্মরত এক ঠিকাদারের ভাগ্নে পরিচয় দিয়ে বিদ্যুৎ প্রত্যাশিদের সাথে প্রতারণ করে চলেছে।
জানাগেছে, সারাদেশের ন্যায় কেশবপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য দ্রুত লাইন নির্মাণের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় সাতবাড়িয়া এলাকায় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বৈদ্যুতিক লাইন নির্মাণ করছে। সাতবাড়িয়া গ্রামের শেখপাড়ার মেহেদী নিজেকে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোস্তাফিজুর রহমান তুহিনের ভাগ্নে পরিচয় দিয়ে বিদ্যুৎ প্রত্যাশিদের সাথে প্রতারণ করে চলেছে। মেহেদী দ্রুত বিদ্যুৎ পাইয়ে দেওয়ার কথা বলে সাতাড়িয়া গ্রামের আলমগীর হোসেন, আব্দুস সালাম, নুরজাহান বেগম, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, মির্জানগর গ্রামের আব্দুল ওহাব ও নাজিমের নেকট থেকে জনপ্রতি ৫ হাজার হতে ২০ হাজার টাকা করে নিয়েছে। তাছাড়া মেহেদীকে চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় চা বিক্রেতা আলমগীরকে মারপিট ও বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করছে বলে জানাগেছে।
ঠিকাদার মোস্তাফিজুর রহমান তুহিন সাংবাদিকদের জানান, তাঁর ঐ এলাকায় মেহেদী নামে কোন ভাগ্নে নেই।
এব্যাপারে মেহেদী টাকা নেওয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি বকেয়া বৈদ্যুতিক বিল আদায়ে বিদ্যুৎ অফিসকে সহযোগিতা করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।