বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে সুশীলনের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কেশবপুরে সুশীলনের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
জলাবদ্ধতায় নিমজ্জিত বাংলাদেশের দক্ষিনাঞ্চল যশোর জেলার কেশবপুর ও মণিরামপুর উপজেলায় দীর্ঘদিনের ক্ষতিগ্রস্থদের উন্নয়নে সুশীলনের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের এক অবহিতকরণ সভা বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান, মণিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হুনাইন মোঃ আল মুজাহীদ, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, মণিরামপুর উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুশিলনের সহকারী পরিচালক সচীনানন্দ বিশ্বাস, প্রজেক্ট কর্ডিনেটর সাহিদা খাতুন ডালিম, জেলা সুপারভাইজার ভবরঞ্জন পাল ও প্রাকটিস এ্যাকশান বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট শফিকুল ইসলাম।