বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা
কেশবপুরে দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলার ৯১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অসিত মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন। মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সরকার কর্তৃক প্রদত্ত অর্থ উপজেলার সকল পঁজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে দেওয়ার আহ্বান জানান।