বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরা শ্রীপুরে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মাগুরা শ্রীপুরে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা শ্রীপুরে গতকাল বুধবার দুপুরে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ৩ নগদ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। একইসাথে হামলাকারিরা শ্রীপুরের আওয়ামীলীগ নেতা ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিয়ার রহমানের লোক এমন অভিয়োগ করেছেন তারা।
আহত এ ৩ জন হচ্ছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক য্গ্মু আহবায়ক ও জেলা বিএনপির সদস্য খন্দকার খলিলুর রহমান, শ্রীকোল ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর ও শ্রীপুর থানা বিএনপির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক আওরঙ্গদেব রনি। তাদের ৩ জনকেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খলিলুর রহমান অভিযোগ করেন, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিয়ার রহমানের নির্দেশে পুর্বপরিকল্পিত ভাবে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড ও হাতুড়ি দিয়ে মারধর করে ও ৩ জনের কাছে থাকা প্রায় ৩ লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নেয়। শ্রীপুর থানা সংলগ্ন খলিলুর রহমানের মাছের আড়তে এ ঘটনা ঘটে। আহত ৩ জনই মাছের আড়তদার।
হাসপাতালে আহত নেতাদের দেখতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ অভিযোগ করেন, শুধুমাত্র বিএনপি করার কারনেই আওয়ামীলীগের মশিয়ার বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে তারা এখনো কাউকে গ্রেফতার করেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল ইসলাম রেজা জানান, বিএনপির নেতাকর্মীদের মারধরের বিষয়ে পুলিশ দোষীদের গ্রেফতারে তৎপর রয়েছে।
এদিকে আওয়ামীলীগ নেতা ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিয়ার রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির দলীয় গ্রুপিং সুত্রে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। আওয়ামীলীগের কেউ এটির সঙ্গে জড়িত নন’।