বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক থানা পুলিশের মতবিনিময় সভা
কেশবপুরে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক থানা পুলিশের মতবিনিময় সভা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার ৯১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা থানা চত্ত্বরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও তদন্ত ওসি শাহাজাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দীন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, প্রচার সম্পাদক গৌতম রায়, বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে আশুতোষ হালদার, শম্ভুনাথ কুন্ডু, জয়দেব দাস, নারায়ন চন্দ্র, অরবিন্দু মন্ডল, মনোজ সরকার, অলোক চক্রবর্তী প্রমুখ। মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহীত হয়।