শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » রোহিঙ্গাদের উপর নিষ্ঠুর নির্যাতন অগ্নিসংযোগ ও গনহত্যার প্রতিবাদে দাকোপে মানব বন্ধন ও সমাবেশ
রোহিঙ্গাদের উপর নিষ্ঠুর নির্যাতন অগ্নিসংযোগ ও গনহত্যার প্রতিবাদে দাকোপে মানব বন্ধন ও সমাবেশ
দাকোপ প্রতিনিধি
মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বব নিষ্ঠুর নির্যাতন ও গনহত্যার প্রতিবাদ এবং নর ঘাতক অং সান সুচির আর্ন্তজাতিক আদালতে বিচারের দাবীতে দাকোপ উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা চালনা পৌর সদর ডাক বাংলার মোড়ে উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ শাহ আলম মীরের সভাপতিত্বে এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, মাওলানা আবু সাইদ, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, মাওলানা আবু সাইদ, মাওলানা আনোয়ারুল ইসলাম, ডাঃ মোজাম্মেল হক নিজামী, সরদার ফারুক আহম্মেদ, গোলাম মোন্তফা খান, শেখ শামিম হাসান, এস এম রমজান আলী, মাওলানা মাসুম বিল্লাহ, আলহাজ্ব নজরুল ইসলাম মোল্যা, কাউন্সিলর এস এম আব্দুল গফুর, আয়ুব আলী কাজী, মাওলানা বিল্লাল হোসেন, হাফেজ মোঃ মুরশিদুল আলম, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আকতারুজ্জামান, প্রধান শিক্ষক ইউনুস আলী টিটু, হাফেজ আবু মুছা, হাফেজ মাওলানা ইকবল হোসেন, মাওলানা বিল্লাল হোসেন, হাফেজ আবু হুরাইরা, ওমর ফারুক টিটো, শিক্ষক জামান খান, পল্লব বিশ্বাস, সাংবাদিক শচীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক শেখ মোজাফফার হোসেন, জুবায়ের রহমান লিংকন, জি এম আজম, বিধান চন্দ্র ঘোষ, এস এম, মামুনুর রশিদ, দীপক রায়, শেখ আজিজুর রহমান, সরোয়ার গাজী, সনত কুমার হুই বাচ্চু, বাবুল শেখ, প্রভাষক মারুফ হোসেন, রতন কুমার মন্ডল, আলহাজ্ব মনিরুজ্জামান সরদার, আমিরুল ইসলাম গাজী, নুরনবী ঢালী, রবিউল ইসলাম, ইমরুল ইসলাম, মোশারেফ হোসেন লিমন, এনামুল কবির, আনিসুর রহমান, নওশের আলম গাজী, হালিম মাতব্বার, নুর ইসলাম, রোমান মাঝি, বিএম হারুনুর রশিদ, তাহের শেখ, আকবর গাজী, আলামিন সানা, সাইফুল ইসলাম, জাবেদ লস্কর, হাসমত খলিফা, মোয়াজ্জেম হোসেন, আমিনুর রহমান, বক্কার গাজী, ছিদ্দিক খান, আউজনবী ঢালী, আলম মোল্যা প্রমুখ। সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের উপর বার্মার জান্তা সরকারের বর্বর হত্যা নির্যাতন বন্ধ, তাঁদের নিঃশর্তভাবে দেশে ফিরিয়ে নিয়ে পুর্নবাসন এবং গনহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে অং সাং সুচী ও সেনা প্রধানের বিচার দাবী করে জাতিসংঘসহ বিশ্ব সভার প্রতি আহবান জানান।