শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলে মানবাধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন ও সালিস কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক রওশন জাহান পারভীন।
এইচআরডিএফ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এসএ মতিনের সভাপতিত্বে অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, ডিফেন্ডার্স ফোরামের ইনচার্জ আবু আহমেদ ফয়জুল কবির ফরিদ, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ইনভেস্টিগেটর অনির্বান সাহা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, এইচআরডিএফ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্তিক দাস, মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, আবদুস সাত্তার, ফরহাদ খান, কৃষক নেতা বিএম বরকতউল্লাহ, আসলাম হোসেন, এইচআরডিএফ সদস্য কোহিনুর আক্তার প্রমুখ।
সভায় নড়াইলের বিভিন্ন এলাকার মানবাধিকার লংঘনের তথ্য তুলে ধরা হয় এবং ভূক্তভোগীদের নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদানের দাবি জানান বক্তারা।