শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনি সদরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করলেন এবিএম মোস্তাকিম
আশাশুনি সদরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করলেন এবিএম মোস্তাকিম
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনি সদর ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম’১৭ এর ছবি উঠানোর মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাচন অফিস হালনাগাদ কার্যক্রম সফল করতে উপজেলার ১১ ইউনিয়নে ১শ জন তথ্য সংগ্রহকারী ও ২১ জন সুপারভাইজারদের মাধ্যমে গত ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করে। গত ১৫ সেপ্টেম্বর শোভনালী ইউনিয়ন পরিষদে ছবি উঠানোসহ ভোটার নিবন্ধনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর ১৬ ও ১৭ সেপ্টেম্বর বুধহাটা ইউনিয়ন পরিষদে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর কুল্যা ইউনিয়ন পরিষদে, ২০ সেপ্টেম্বর দরগাহপুর ইউনিয়ন পরিষদে, ২১ ও ২২ সেপ্টেম্বর বড়দল ইউনিয়ন পরিষদে কার্যক্রম সম্পন্ন করে শনিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল হাসান, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন সহ সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইতোপূর্বে তথ্য স্রংহকারী শিক্ষক মন্ডলী। নতুন ৩১৮জন নিবন্ধনকৃত তালিকাভুক্তির আবেদনকারীদের ছবি উঠানো হয়। যারা নির্দিষ্ট তারিখে ছবি উঠানো বা আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে আগামী ৪ অক্টোবর আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ ২৪ ও ২৫ সেপ্টেম্বর শ্রীউলার নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর খাজরা ইউপির চেউটিয়া এজেএস দাখিল মাদরাসায়, ২৮ সেপ্টেম্বর আনুলিয়া ইউনিয়ন পরিষদে, ২৯ সেপ্টেম্বর কাদাকাটি ইউনিয়ন পরিষদে এবং ২ ও ৩ অক্টোবর প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এমনি ভাবে উক্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।