শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
এস ডব্লিউ নিউজ ॥
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন-আওয়ামীলীগ গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন। এজন্য আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। সব ধর্মের মানুষ স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করেন। প্রধানমন্ত্রী ও দলীয় নেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেই দেশের অভ্যন্তরীন সকল ক্ষেত্রে যেমন সফলতা এসেছে তেমনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জ্বল করেছেন। সাম্প্রতিক সময়ে মায়ানমার থেকে আসা লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখ করে তিনি বলেন ইতোমধ্যে নোবেল শান্তি পুরস্কারে শেখ হাসিনার নাম সংক্ষিপ্ত ৩ জনের তালিকায় চলে এসেছে। এটা দেশের জন্য অনন্য এক সম্মান। তিনি আরো বলেন আওয়ামীলীগ মানুষের কল্যাণে কাজ করে এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তবে দলে উচ্ছৃঙ্খল কোন নেতাকর্মীর স্থান নেই উল্লেখ করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য তিনি মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারন উল্লেখ করে মাদক সংশ্লিষ্ট কোন কিছুর আপোষ না করার জন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ করেন। তিনি শনিবার দুপুরে পাইকগাছার মামুদকাঠী বাজারস্থ জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হরিঢালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, জেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জামির খান, জেলা তরুনলীগের সভাপতি বেগ আমিন, যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, আরিফ চৌধুরী, কবির আহমেদ মনা। বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা নির্মল মজুমদার, পরমানন্দ মন্ডল, যুবলীগ নেতা প্রনব মন্ডল, মুজিবর ফকির, সরদার জালাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, এজাহার আলী, কৃষ্ণ রায়, আনিছুর রহমান ও আসমা খাতুন।