রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় গাছ কেটে বিদ্যুতায়নের চেষ্টায় সংঘর্ষের আসংখ্যা ঃ সাময়িক ভাবে কাজ বন্ধ
ডুমুরিয়ায় গাছ কেটে বিদ্যুতায়নের চেষ্টায় সংঘর্ষের আসংখ্যা ঃ সাময়িক ভাবে কাজ বন্ধ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড‘র নিয়ম-নীতি উপেক্ষা করে সামাজিক বনায়নের গাছ কেটে
ঠিকাদার প্রতিষ্ঠান কতৃক জোর পূর্বক বিদ্যুতায়নের চেষ্টায় সামাজিক বনায়নের সদস্য ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোক জনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।যে কোন সময় সংঘর্ষে রুপ নিতে পারে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা সামাজিক বন কর্মকর্তা ও বিদ্যুতায়ন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সাময়িক ভাবে বিদ্যুতায়নের কাজ বন্ধ করে দেয় হয়েছে। গত কাল শনিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ্এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় নুতন বিদ্যুতায়নের কাজ চলছে।খুলনা মেসার্স আলী ইলেকট্রিক স্টোরস নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর দায়িক্ত ভার গ্রহন করে নিয়মিত কাজ করে আসছে। যার কার্যক্রম রামকৃৃষ্ণপুর-আমভিটা সামাজিক বনায়নের মধ্য দিয়ে চলছে এবং রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করা হচ্ছে বলে অভিযোগ বনায়নের সদস্যদের।বনায়ন সমিটির সভাপতি পারভীন ্আক্তার,সাধারন সমম্পাদক বিপ্লব মন্ডল,কোষাদক্ষ আঃ সালাম সহ অনেকে অভিযোগ করে বলেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নিয়ম-নীতি না মেনে তাদের বাঁধা উপেক্ষা করে ৩০/৩৫ টি গাছ কেটে ফেলেছে। যার মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।তারা আরো জানান এর পরও একের পর এক গাছ কর্তন করে করে যাচ্ছে তারা। বাঁধা দিতে গেলে চ্যালেঞ্জ গ্রহন করে তারা।উপজেলা বন কর্মকর্তা মোঃ ফুরকানুল আলম জানান গাছ কর্তনের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে জানা যায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোক ও বনায়ন সমিতির সদস্যদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।যা নিরসন না করলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যেতে পারে।বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে খুলনা অফিসের স্টেকার মোঃ সুমন শেখ,ঠিকাদার প্রতিষ্ঠানের সুকুমার মন্ডল ঘটনা স্থলে এসে পৌছায়।এর পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় মিলে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।যা আলোচনা সাপেক্ষে নিস্পত্তি করা হবে।ঘটনা প্রসংগে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম সহিদুজ্জামান জানান গাছ কেটে বিদ্যুতায়ন করা হবে না।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।