সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » নড়াইলে ৬ লক্ষাধিক চারা রোপন
নড়াইলে ৬ লক্ষাধিক চারা রোপন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ছয় লক্ষাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ছয় লক্ষাধিক ফলদ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপন করা হয়। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস চত্বর, নদীর তীর, বাঁধসহ উন্মুক্ত স্থানে এ চারা রোপন করা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় দুই লাখ ৩০ হাজার, লোহাগড়ায় দুই লাখ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় ১ লাখ ৮০ হাজার চারা।
বৃক্ষরোপন কর্মসূচীতে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, আমিনুর রহমান হিমু, নড়াইল প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।