সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মা সেতু এখন আর রঙ্গীন স্বপ্ন নয় : দৃশ্যমান বাস্তবতা
পদ্মা সেতু এখন আর রঙ্গীন স্বপ্ন নয় : দৃশ্যমান বাস্তবতা
এস ডব্লিউ নিউজ ।।
প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে অবশেষে ডানা মেললো সোনালী স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু এখন আর রঙ্গীন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। শনিবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থেকে জাজিরা পয়েন্টে সেতুর ৩৭ ও ৩৮ নং পিলারের উপর ১৫০ মিটারের স্প্যানটি স্থাপনকালে এ কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে বঙ্গবন্ধুর বীর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একক নেতৃত্বে ও কৃতিত্বে এই পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু প্রকল্প ছেড়ে যায়, তখন এক অনিশ্চয়তার কালো মেঘ ছিল, হতাশা ছিল। অনেকে ভেবেছিল এ কুয়াশা আর কাটানো যাবে না, পদ্মা সেতু আর হবেনা। কিন্তু পদ্মা সেতু এখন আর রঙ্গীন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যেই ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে।
এ সময় মুন্সীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেগুফতা ইয়াসমিন এমিলি, সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানসহ সেতু মন্ত্রণালয় ও সেতু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্প্যান বসানোর এ মাহেন্দ্রক্ষণটি দেখার জন্য জাজিরা পাড়ে হাজারো উৎসুক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা যায়, আজকের দিন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। এর মধ্যে মূল প্রকল্পের ৪৯ শতাংশ, রিভার ট্রেইনিং ওয়ার্ক ৩৪ শতাংশ, মাওয়া এপ্রোচ রোড ১শ’ শতাংশ, জাজিরা এপ্রোচ রোড ৯৮ শতাংশ ও সার্ভিস এরিয়া-২ এর ১শ’ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।