মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রচলন করতে ক্রীড়া মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রচলন করতে ক্রীড়া মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন
মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রচলন করতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। সে অনুসারে হাডুডু, দাঁড়িয়াবান্ধা, লাঠিখেলাসহ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলার প্রচলন করতে ক্রীড়া মন্ত্রনালয় থেকে উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি রবিবার বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পলাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চুন্নু, উপজেলা যুবলীগের আহবায়ক বিপ্লব রেজা বিকো, নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
ঝামা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নদীমার্তৃক বাংলাদেশে ঐতিহ্যবাহি নৌকা বাইচ একটি গুরুত্বপূর্ণ অনুসংঙ্গ। তিনি আরো বলেন, প্রতি বছর ঝামা বাজার এলাকায় নৌকা বাইচকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করে আসছে এলাকাবাসী। প্রায় শতাধিক বছর ধরে ঝামা বাজার এলাকায় ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
উল্লেখ্য, নৌকা বাইচ দেখতে ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর দু’পাড়ে প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমায়। এ উপলক্ষে ঝামা বাজারে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় মাগুরা,নড়াইল, ফরিদপুর রাজবাড়িসহ বিভিন্ন জেলার ৭টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ‘বড়গাঁ’ নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে।