বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাউবো কর্মকর্তাদের দাকোপের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাউবো কর্মকর্তাদের দাকোপের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
দাকোপ প্রতিনিধি|
খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দাকোপের ৩১ নং পোল্ডারের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
গতকাল বুধবার দুপুরের পর দাকোপ উপজেলার ৭ নং তিলযাঙ্গা ইউনিয়নের ঝুঁকিপূর্ন ওয়াপদা বেড়ীবাঁধ পরিদর্শন করেন পাউবোর কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ ইলিয়াছ, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মধুসুদন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বিরসহ পাউবোর উচ্চ পর্যায়ের একটি টিম তিলডাঙ্গার খোনা এলাকার পৃথক দু’টি স্থান, আড়াখালী ও মাওলাদ সাহেবের হ্যাচারী সংলগ্ন ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঝুকির বিষয়টি বিবেচনায় নিয়ে ৪ টি পয়েন্টের আনুমানিক ৪ শ’ মিটার বেড়ীবাঁধ জরুরী সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানায়। এ দিকে একই এলাকায় এলজিইডি’র পক্ষ থেকে রাস্তা উন্নয়নের জন্য কয়েক মাস আগে পাউবোর কাছ থেকে এন ও সি গ্রহন করলেও সেখানে কাজ শুরু করা হয়নি বলে জানা যায়। ফলে সেখানকার বাঁধ মারাতœক ঝুকির মুখে। এলাকাবাসী এ সময় জরুরী ভিত্তিতে ঝুকিপূর্ন সকল বাঁধ সংস্কারের জন্য পাউবো কর্মকর্তাদের নিকট দাবী জানান।