বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় কোস্টগার্ডের অভিযানে দুটি পাইপগান সহ হালিম শিকারী আটক
পাইকগাছায় কোস্টগার্ডের অভিযানে দুটি পাইপগান সহ হালিম শিকারী আটক
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি পাইপগান সহ হালিম শিকারী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক হালিমের নিকট থেকে ২টি দেশী তৈরি পাইপ গান উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কোস্টগার্ড ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের লেঃ হায়াতের নেতৃত্বে কোস্টগার্ডের একটি চৌকোস দল বুধবার বিকাল সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে উপজেলার গড়ইখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন শান্তা লঞ্চ ঘাটের পশ্চিম পাশ থেকে দুটি দেশী তৈরি পাইপগান সহ গড়ইখালী গ্রামের ইয়াকুব্বার শিকারীর ছেলে হালিম শিকারী (৩৮)কে আটক করে। কোস্টগার্ডের উর্দ্ধতন কর্মকর্তা জানান, হালিম পেশায় একজন অস্ত্র সরবরাহকারী। সে সুন্দরবনের বিভিন্ন বনদুস্য বাহিনীর নিকট দীর্ঘদিন অস্ত্র সরবরাহ করে আসছে। ঘটনারদিনও একটি বাহিনীর নিকট অস্ত্র সরবরাহ করবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে শান্তা লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে দুইটি দেশী তৈরি পাইপগান সহ আটক করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।