শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানবপাচারকারীদের দ্রুত বিচার নিশ্চিত পৃথক ট্রাইবুন্যাল স্থাপনের সুপারিশ অংশ গ্রহনকারীদের
মানবপাচারকারীদের দ্রুত বিচার নিশ্চিত পৃথক ট্রাইবুন্যাল স্থাপনের সুপারিশ অংশ গ্রহনকারীদের
মাগুরা প্রতিনিধি ॥
মানবপাচার শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মানবপাচার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০১২ সালে প্রনিত এ সংক্রান্ত আইনে নির্দেশিত পৃথক ট্রাইবুন্যাল স্থাপন কার্যক্রম যত দ্রুত সম্ভব বাস্তবায়নসহ নানা সুপারিশ তুলে ধরেছেন অংশগ্রহনকারিরা।
বেসরকারি মানবাধিকার সংস্থা রাইটস যশোর এ কর্মশালার আয়োজন করে। মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম জিয়াউর রহমান,পুলিশ সুপার মুনিবুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু প্রমুখ। কর্মশালায় বিষয়বস্তুর আলোকে মুল বক্তব্য তুলে ধরেন রাইটস যশোরের কর্মসুচি ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম।
কর্মশালায় জেলা জজ আদালতের বিচারক, আইনজীবী, পুলিশ, সাংবাদিকসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।