শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরা অনুষ্টিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান
মাগুরা অনুষ্টিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান। স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতি বছর লক্ষ্মী পূজার পরের দিন এ কবি গানের আয়োজনে করে থাকেন।
আয়োজকদের অন্যতম বৈঠাখালী গ্রামের সুকুমার বিশ্বাস জানান, প্রায় দুইশ’ বছর ধরে এ বৈঠাখালী গ্রামে এ গান অনুষ্ঠিত হয়ে আসছে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে ভাতৃত্ববোধ গড়ে তোলার জন্য এ গানের আয়োজন করে আসছেন।
এ বছর অনুষ্টিত কবি গানে খুলনার বটিয়াঘাটা থেকে আসা কৃষ্ণপদ সরকার ও শ্যাম সুন্দর সরকার গান পরিবেশন করেন।
পাল্টা-পাল্টি যুক্তি তর্কের মাধ্যমে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা দুই কবিয়ালের গাওয়া কবি গান শুনে মুগ্ধ হন উপস্থিত হাজার-হাজার দর্শক শ্রোতা।