শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ না করার দাবী
পাইকগাছায় প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ না করার দাবী
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় প্রক্রীয়াধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের প্রস্তাবিত এলাকায় ভূমি অধিগ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন জমির মালিকরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জমির মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর ফুটবল মাঠের পশ্চিম পাশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এল,এ শাখা হতে ভূমি অধিগ্রহণ প্রক্রীয়া শুরু করা হয়। ইতোমধ্যে এসএ ২১৬/৪ খতিয়ানের ৬৬৮ দাগের ৩৫ শতক জমি অধিগ্রহণের জন্য কয়েকজনকে ৬ ধারা নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উল্লেখিত স্থানে অনলাইন পত্রিকার কার্যালয় ও স্বর্গীয় এক ব্যক্তির নামে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সহ নানা ক্ষয়ক্ষতির দিক উল্লেখ করে জমির মালিকদের পক্ষ থেকে প্রকাশ চন্দ্র ঘোষ, বিকাশ চন্দ্র ঘোষ ও এ্যাডঃ নিহিত কান্তি ঘোষ সহ কয়েকজন জমির মালিক প্রস্তাবিত স্থানে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ করে সমন্বয় অথবা বিকল্প স্থানে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয় জমির মালিকগণ।