মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়া যুব সংঘ’র নির্বাচন সম্পন্ন
উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়া যুব সংঘ’র নির্বাচন সম্পন্ন
অরুন দেবনাথ , ডুমুরিয়া।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়া প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার ডুমুরিয়া যুব সংঘ’র সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’টি পদের সরাসরি নির্বাচনে আসফর হোসেন জোয়াদ্দার সাধারণ সম্পাদক ও হারন অর রশীদ খান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ডুমুরিয়া যুব সংঘ’এ দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এ বছরই প্রথমঅনুষ্ঠিত সাধারণ নির্বাচনের জন্য গত ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের দিনে সাধারণ সম্পাদক পদে দুইজন আছফর হোসেন জোয়াদ্দার ও এইচ এম এ রউফ এবং কোষাধ্যক্ষ পদে দুইজন হারুন অর রশীদ খান ও শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া সভাপতি পদে মোশাররফ হোসেন কচি, সহ-সভাপতি পদে শিক্ষাবিদ গাজী মোহাম্মদ রফি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিউর রহমান গোলদার, ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম মোল্যা, সহ-ক্রীড়া সম্পাদক পদে রবীন্দ্রনাথ তরফদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কাজী মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে নিভাষ চন্দ্র দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক পদে সহ-অধ্যাপক খান নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে খান আফজাল হোসেন, কার্যকারী সদস্য পদে আবু সাঈদ সরদার, আব্দুল লতিফ জমাদ্দার, রফিকুল ইসলাম মোড়ল ও শেখ কামরুজামান টিপু’র পদে কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
পূর্বঘোষিত নির্বাচনে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেস ক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৫৯ জনের মধ্যে ৫৮জন ভোটার ভোট প্রদান করেন। ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি এম এ লতিফ, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, শেখ হেফজুর রহমান ও শেখ নাজিবুর রহমান এই নির্বাচন পরিচালনা করেন। ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক পদে আছফার হোসেন জোয়ার্দার পান ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এইচ এম এ রউফ পান ২৪ ভোট। আর কোষাধ্যক্ষ পদে হারুন-অর রশিদ খান ৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ হাবিবুর রহমান পান ১৭ ভোট। ভোট গ্রহনের শুরু থেকে ডুমুরিয়া থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বপিস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ফলাফল ঘোষণার পর নির্বাচিত সাধারণ সম্পাদক আছফর হোসেন প্রাথমিক প্রতিক্রিয়া বলেন, ডুমুরিয়ার ঐতিহ্যবাহি এই ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আগামি দিনে কাজ করা হবে।