বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপনে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
আশাশুনিতে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপনে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে বাল্য বিবাহ নিরোধ দিবস’১৭ উদযাপনে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের পর বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। ‘বালিকা বধূ নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, আরডিও বিশ্বজিত কুমার ঘোষ, ডাঃ সাইফুজ্জামান, পিআইও সেলিম খান, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা সহ বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, মা ও কিশোর-কিশোরীরা।