শনিবার ● ১৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে বর্গাচাষী সুরেশ্বর ফুলকপি চারা উৎপাদন ও বিতরণে সফল
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে বর্গাচাষী সুরেশ্বর ফুলকপি চারা উৎপাদন ও বিতরণে সফল
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকের বর্গাচাষী হতদরিদ্র জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক সুরেশ্বর মল্লিক ফুলকপি চারা উৎপাদন ও বিতরণে সফল হয়েছেন। তিনি গোবিন্দকাটি গ্রামের মৃত অধির মল্লিকের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সুরেশ্বর মল্লিকের পৈত্রিক কোন আবাদ যোগ্য জমি নেই। সে এলাকার জমিদারদের কাছ থেকে জমি বর্গা নিয়ে বিভিন্ন প্রকার সবজির আবাদ করেছেন। এছাড়া এলাকার কৃষকদের সবজি চাষের সহায়ক হিসাবে তিনি দেশীয় অগ্রায়হনী জাতের ফুলকপির চারা উৎপাদান ও বিতরণ করে ব্যপক সফল হয়েছেন। এপ্রসঙ্গে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো ঃ তরিকুল ইসলাম জানান, সুরেশ্বর একজন পেশাদার ভালমানের বর্গাচাষী কৃষক। তার ক্ষেতে বর্তমানে বেগুন সহ বিভিন্ন প্রকার সবজির আবাদ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরনে সফল হওয়ায় চলতি বছরে তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হন।