মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রীয়া
পাইকগাছায় নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রীয়া
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা প্রধান সড়কের নির্মাণ কাজে ব্যবহারিত ১০ চাকা ট্রাকের ভরে নতুন তৈরী সড়কে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের মুখে শোনা যাচ্ছে, রাস্তার কাজ ভাল হচ্ছে, তবে সম্প্রতি গদাইপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন রাস্তায় ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে জনমনে প্রশ্নও দেখা দিয়েছে।
জানাগেছে, পাইকগাছার প্রধান সড়কের মাহমুদকাটী কালভার্ট থেকে আলমতলা পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়। ইতোমধ্যে রাস্তার কাজ প্রায় পাইকগাছার জিরোপয়েন্ট পর্যন্ত শেষ হয়েছে। এ ব্যাপারে নির্মাণ কাজের সংশ্লিষ্ট সাব এ্যাসিস্টেন ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান জানান, রাস্তার কম্প্র্রেসরের জন্য ফাটল দেখা দিতে পারে, তবে ফাটল দেখা দেওয়া রাস্তার জায়গাটি মেরামত করে দেওয়া হবে। রাস্তার এক দিকে নির্মাণ কাজ চলছে, অন্যদিকে নির্মাণকৃত রাস্তায় ফাটল ধরায় এলাকাবাসীর মধ্যে রাস্তার স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে সড়কের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে এলাকাবাসী।