বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মা ইলিশ রক্ষা অভিযানে মাগুরার মহম্মদপুরে ৪ জেলেকে আটক করে জরিমানা
মা ইলিশ রক্ষা অভিযানে মাগুরার মহম্মদপুরে ৪ জেলেকে আটক করে জরিমানা
মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ৪ জেলেকে আটক করে জরিমানা আদায় করা হয়ছে।
মহম্মদপুরের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান- উপজেলা নির্বাহি অফিসার চৌধুরী রওশন ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে মধুমতি নদীতে মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়। এ সময় নদীতে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ৪ জেলে আটক করা হয়। এ সময় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো: মাসুদুল আলম ৪ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করে মোট ৪ হাজার টাকার আদায় করে। একই সঙ্গে জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়। প্রতি বছর ১ থেকে ২২ অক্টোবর ইলিশ এর প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ নিধন বন্ধ ঘোষণা করেছে সরকার।