মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত
আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও সুশীলন, ব্র্যাক ওয়াশ কর্মসূচী ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ‘্পয়ঃবর্জের সুষ্ঠ ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজিমুর রহমান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সামছুর নাহার, জেলা ব্র্যাক প্রতিনিধি খান রেজাউল করিম, ওয়াশ জেলা প্রতিনিধি রাজা হোসেন, ব্র্যাক উপজেলা ম্যানেজার মেজবাউল হোসেন, টিবির উপজেলা ম্যানেজার কামরুজ্জামান, কর্নসান ওয়ার্ল্ড ওয়াইড বাবু নিরেন্দ্র নাথ রায়, সুশীলন’র প্রকল্প ম্যানেজার সাধন কুমার, মহসীন আলী প্রমুখ। দিবসটি পালনে উপজেলা পরিষদে স্টল বসানো হয়। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল প্রদর্শন করেন এবং বিজয়ীদের পুরুস্কার প্রদান করেন।