বুধবার ● ২৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে ঘের ব্যবসায়ী সহ চলতি মাসে ৪ জনের মৃত্যু
কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে ঘের ব্যবসায়ী সহ চলতি মাসে ৪ জনের মৃত্যু
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে \
যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে বিদ্যুৎ স্পৃষ্ঠে ৪ জনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বাউশলা গ্রামের আবদুল ওহাব গাজীর ছেলে আবদুল লতিফ গাজী (৩৮) তার পিতার ঘরের আড়ার উপর থেকে ঝুঁড়ি-বাক আনতে গিয়ে বিদ্যুৎ তাড়িত হওয়া টিনের চালের ছোয়ায় ঘটনাস্থলে ঘের ব্যবসায়ী আবদুল লতিফের মৃত্যু হয়। তার পিতার টিনের ঘরের উপর দিয়ে ত্রæটিপূর্ণ বিদ্যুতের তারের কারণে ঘরের টিন বিদ্যুৎতাড়িত হওয়ায় তার মৃত্যু হয়েছে। পাশর্^বর্তী সাজ্জাত আলীর মটর থেকে অবৈধ পাশর্^ সংযোগ দেওয়ায় মৃত্যু ঘটেছে বলে জানা যায়।
এছাড়াও গত ৬ অক্টোবর উপজেলার মঙ্গলকোট গ্রামের মোমিন গোলদারের ছেলে ফুলদানি তৈরি কারিগর লালু গোলদার (৩৫) নিজ বাড়িতে ফুলদানি তৈরি করার সময় অসাবধাবসত ত্রæটিপূর্ণ মোটরের তারে স্পৃষ্ঠ হয়ে মারা যান। গত ১০ অক্টোবর পৌর শহরের সাহাপাড়ার তপন সাহার বাড়িতে কাজ করার সময় নির্মাণ শ্রমিক মশিয়ার রহমান জুয়েল (৩০) এবং ১৯ অক্টোবর উপজেলার মজিদপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠে নির্মাণ শ্রমিক আবদুল মজিদ খোকনের (৩৪) মৃত্যু হয়। একই মাসে কেশবপুরে ১ জন ঘের ব্যবসায়ী, ২জন নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) ও ১ জন ফুলদানি তৈরি কারিগরের বিদ্যুৎ স্পৃষ্ঠে মৃত্যু হয়েছে।