বুধবার ● ২৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে ৬দিন ব্যাপী অন্নকুট মহোৎসব সম্পন্ন
কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে ৬দিন ব্যাপী অন্নকুট মহোৎসব সম্পন্ন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে \
যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে ৬ দিন ব্যাপী অন্নকুট মহোৎসব ২৪ অক্টোবর সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৯ অক্টোবর কালীপূজা, ২০ অক্টোবর গিরিরাজ গোবর্ধনের পূজা, ২১ অক্টোবর ভজন কীর্তন, জগন্নাথ দেবের আরতী, তুলশী আরতী ও ভগবত পাঠ, ২২ অক্টোবর ভজন কীর্তন, জগন্নাথ দেবের আরতী, তুলশী আরতী ও ভগবত পাঠ, ২৩ অক্টোবর অন্নকুট মহৎসবের অধিবাস, মঙ্গলঘট স্থাপন, ভাগবাত আলোচনা এবং ২৪ অক্টোবর মঙ্গল আরতী, বাল্য ভোগ, গুরু বন্ধনা, বৈঞ্চব বন্ধনা, ভজন কীর্তন, কৃষ্ণ হোমাষ্ণ, শৃঙ্গার আরতী, গীতা পাঠ, গীতা নারায়ন, বালক পূজা ও সেবা, ভগবত পাঠ, আরতি কীর্তন, ভোগ দর্শন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কীর্ত্তন পরিবেশন করেন ত্রি পল্লী সম্প্রদায়। অন্নকুট মহোৎসবের সার্বিক পরিচালনায় ছিলেন অনন্ত লীলা দাশ ব্রসাচারী।