বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মহিলা সহ আহত ১৯
ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মহিলা সহ আহত ১৯
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মহিলা সহ ১৯ জন যাত্রী আহত হয়েছে। আহতদের
মধ্যে ৩ জন ডুমুরিয়া ও ১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধ বার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।এ দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা সহকারী আবু হাসান মোড়ল উপস্থিত না থাকায় আহতদের অনেক ভোগান্তী হয়েছে বলে অভিযোগ আহত ও স্থানীয়দের।ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আঃ হামিদ জানান দুপুর ১ টায় খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি সাতক্ষীরা গামী বিআটিসি‘র ঢাকা মেট্রো ব-১১-২০১১ নং যাত্রী বাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে স্থানীয় একটি মৎস্য ঘেরে গিয়ে পড়েছে।এ সময় গাড়ীতে থাকা যাত্রী শ্যাম নগরের জবেদা বেগম(৬০)জাহানারা বেগম (৪৫) তাসলিমা (৫০) ,জরিনা (৬০),ভানু বিবি (৫৫) , আকতার হোসেন (৫০) নিবেদিতা (২৫),তমালিকা (২২),আমিনা জাহান (৩৫)যশোরের রিপন (৪০) , খালিশপুরের ওমর ফারুক (৪০),জাহিদুল ইসলাম (৩৫) মেছাঘোনার মেহেদী হাসান (৩৯),কালিগঞ্জের সালেহা বেগম (৭০), চন্ডিপুরের জগনাথ মন্ডল(৪৫) খুলনার মন্টু (৫৫) ও সুফিয়া বেগম (৬৫),মোংলার উত্ত্ম মন্ডল সহ ১৯ জন যাত্রী আহত হয়।আহতদের মধ্যে সালেহা খাতুন,জগনাথ মন্ডল ও তমালিকা ডুমুরিয়া এবং ওমর ফারুক খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ দিকে আহত ও স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেন কর্তব্য রত চিকিৎসা সহকারী আবু হাসান মোড়ল সকাল ১১ টায় হাসপাতাল ত্যাগ করায় চিকিৎসক সল্পতায় তাদের অনেক ভোগান্তীর শিকার হতে হয়েছে।অবশেষে স্বাস্থ্য কর্মকর্তা নিজেই এসে আহতদের চিকিৎসা সবা দেন।এ রিপোট লেখা পর্যন্ত বাসটি খাদে পড়েছিল।