শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রতিবাদে হামলা ভাংচুর ও গরু লুট
প্রতিবাদে হামলা ভাংচুর ও গরু লুট
মাগুরা প্রতিনিধি \ মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে বৃহস্পতিবার আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুটি পক্ষের মধ্যে হামলা পালটা হামলা এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এলাকাবাসি জানায়, শালিখায় উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । বিগত দিনে সেখানে দুটি হত্যাকাÐসহ একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার শালিখার ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহেদি হাসানের উপর হামলা চালানো হয়েছে।
ঐদিন সকালে মেহেদি তার দুই ভাইয়ের মেয়ে জান্নাতুল এবং পপিকে নিয়ে সিংড়া জেএসসি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে থৈপাড়া এলাকায় পৌঁছলে ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা সমর্থিত গ্রæপের ৮ থেকে ১০ জন রামদা, ছ্যানদা সহ বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা আওয়ামীলীগ নেতা মেহেদি হাসানকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়ে দুটিকে উদ্ধারের পর পরীক্ষা কেন্দ্রে পৌছে দেয়। অন্যদিকে, এলাকাবাসি মেহেদিকে মাগুরা সদর হাসপাতালে পাঠালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্কুলে যাওয়ার পথে আওয়ামীলীগ নেতা মেহেদির উপর হামলার খবর পেয়ে তার সমর্থিত গ্রæপের সদস্যরা প্রতিপক্ষ আবদুর রাজ্জাক মোল্যার সমর্থিতদের অন্তত ২৫টি বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। এ সময় তাদের হামলায় মনজুরা খাতুন, বেবি খাতুন, বাকারুল মোল্যা, সাজ্জাদ মোল্যা, মজিবর মোল্যাসহ অন্তত ১৫ কমবেশি আহত হয়েছে। এছাড়া হামলাকারিরা তাদের গোয়াল থেকে ২৫টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন পক্ষই থানায় কোন মামলা করেনি।