শনিবার ● ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
মাগুরায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
মাগুরা প্রতিনিধি : “সমৃদ্ধির সোনালী দিন ,আনতে হলে আয়কর দিন ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল শনিবার থেকে ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে ।
সংরক্ষিত নারী সংসদ সদস্য কামরুল লায়লা জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন । এ উপলক্ষে শহরতলীর সাহাপাড়া আয়কর অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় কর আপীল অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মুহম্মদ মহিতুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান , পুলিশ সুপার মনিবুর রহমান , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল , জেলা আয়কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সহকারি কর কমিশনার মো: আহসান-উজ- জামান ।
৪ দিন ব্যাপী কর মেলায় ঞওঘ রেজিস্ট্রেশন /রি রেজিস্ট্রেশন ,নতুন করদাতাদের ঞওঘ সনদ প্রদান, আয়কর অধিক্ষেত্র জানা , আয়কর রির্টান ফরম ফরম পূরণে সহযোগিতা , আয়কর রির্টান দাখিল এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানামুখি সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান ।
সার্কেল-১০, মাগুরা কর অঞ্চল- খুলনা এ মেলার আয়োজন করে ।