শনিবার ● ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় সাড়ে ৫৩ হাজার শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা
পাইকগাছায় সাড়ে ৫৩ হাজার শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ৫৩ হাজার ৫৯৮ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ৪ থেকে ৯ নভেম্বর ২২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১২ বছর বয়সী ৩১ হাজার ৯৯৩ এবং ১৬ থেকে ২৩ নভেম্বর ৮২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৬ বছর বয়সী ২১ হাজার ৬০৫ জন শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, শিক্ষক সুরাইয়া ইসলাম, সাধনা সরকার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়ল, পরিসংখ্যান সহকারী মাসুরুজ্জামান, সাংবাদিক আবুল হাশেম ও ঔষধ কোম্পানির প্রতিনিধি ইলিয়াস হোসেন।