রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
শেখ আব্দুল মজিদ , চুকনগর, খুলনাঃ চুকনগরের বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামকে বহিরাগত ব্যক্তি মারপিঠ ও লাঞ্চিত করার ঘটনায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রবিবার সকাল ১০টায় এ ঘটনার প্রতিবাদে তারা ক্লাস বর্জন করে। স্থানীয় সূত্রে জানা যায় নবম শ্রেণীর ছাত্র সাইফুল্লাহ বিশ্বাস ও তার সহপাঠীরা শনিবার বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা করছিল। এ সময় ক্রিকেট বল ছুটে গিয়ে মাঠের পার্শ্ববর্তী বাড়ি রফিকুল ইসলামের রান্নাঘরের চালের উপর গিয়ে পড়ে। এতে রফিকুলের স্ত্রী ক্ষিপ্ত হয়ে ছাত্র সাইফুল্লাহকে চড়, থাপ্পড় ও জুতা পিটা করে। এ বিষয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবীতে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য শনিবার থেকে ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ রমজান আলী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় রফিকুল সরদার ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় যাচ্ছি। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।