সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে পুলিশের পক্ষ থেকে ৪ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
কেশবপুরে পুলিশের পক্ষ থেকে ৪ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে \
যশোরের কেশবপুর থানা পুলিশের আয়োজনে ১৮তম বিসিএস (পুলিশ) ব্যাচ-এর পক্ষ থেকে সোমবার দুপুরে বন্যাদূর্গত ৪ শত দলিত ও হরিজন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দলিত পরিষদ নেতা উজ্জ্বল দাসের সঞ্চালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন মণিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দলিতের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, এস আই তারিকুল ইসলাম, উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস প্রমুখ।