বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় স্বেচ্ছাশ্রমে গড়াই নদীর ভাঙনরোধে বাঁধ নির্মাণ
মাগুরায় স্বেচ্ছাশ্রমে গড়াই নদীর ভাঙনরোধে বাঁধ নির্মাণ
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা গ্রামে গড়াই নদীর ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী। শ্রীপুর উপজেলার এগারটি গ্রামের তিন শতাধিক লোক এ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। ভাঙনে ‘এগার পল্লী মহাশ্মশান’ ও মন্দিরের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা ও পার্শ্ববর্তী আবাদী জমি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, শ্রীপুর উপজেলার টিকারবিলা, চর রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর, কোরী, রাজাপুর, কোদলা, চর কোদলা, চবির, ছোট উদাস, কোণাগ্রাম ও বেলেঘাটা-এই এগারটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পাদনের স্থান এ ‘এগার পল্লী মাহশ্মশানে’র নির্ধারিত জায়গার প্রায় অর্ধেক এবং পার্শ্ববর্তী প্রায় ১০ একর আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মন্দিরসহ বাকী অংশেও বিশাল বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। এজন্য মহাশ্মশান কমিটি, স্থানীয় আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাচ্চু ও এলাকাবাসী পাশ্ববর্তী উঁচু জায়গা থেকে বস্তা ভর্তি মাটি এনে সেখানে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন। সেখানের বিশালাকৃতির একটি বটগাছ আগের স্থান থেকে অন্তত ৫০ ফিট নিচে দেবে গেছে। এছাড়াও অন্যান্য গাছপালা ও মন্দিরের কয়েকটি টয়লেটসহ বেশ কিছু স্থাপনা নীচে দেবে গেছে। সেখানে বিশাল বিশাল সৃষ্টি হয়েছে ।
এগার পল্লী মহাশ্মশান কমিটির সভাপতি অজিত মন্ডল জানান, হঠাৎ করেই ভাঙন শুরু হয়েছে। বিষয় জরুরী ভিত্তিতে সমাধানের জন্য মাগুরার জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে আবেদন জানানো হয়েছে। সরকারি সহায়তা পেলে মন্দিরসহ মহাশ্মশানের বাকি অংশ রক্ষা করা সম্ভব হবে।
এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মাদ আতিকুর রহমান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা চলছে।