বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় দাসপাড়া পল্লীর সড়কটি চলাচলের অযোগ্য
ডুমুরিয়ায় দাসপাড়া পল্লীর সড়কটি চলাচলের অযোগ্য
অরুন দেবনাথ,ডুমুরিয়া।
ডুমুরিয়া সদরে দাসপাড়া পল্লীর মধ্য দিয়ে প্রবাহিত গরুত্বপূর্ন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একটু বৃষ্টিতেই হাটু জল,তার উপর খানা খন্দে ভরা,দু‘যুগ আগের নির্মিত ইটের সোলিং তাও আবার
যত্রতত্র ধসে পড়েছে।সব মিলে গাড়ী চলাতো দুরের কথা পায়ে হেঁটে চলারও অযাগ্য হয়ে পড়েছে সড়কটি।এ জন্য স্থানীয় প্রভাবশালীদের বাড়ী নির্মন কাজে ব্যবহারীত মাল বোঝাই ট্রাক চলাচল ও জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবই দায়ী বলে অভিযোগ এলাকাবাসির।তবে চলতি ১৭-১৮ অর্খ বছরে এটি সংকার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর।সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথাবলে জানাযায় ডুমুরিয়া হাসপাতাল মোড় থেকে নেমে দাসপাড়া পল্লীর মধ্য দিয়ে মিকসিলি সড়কে গিয়ে মিসেছে প্রায় এক কিলো মিটার দৈর্ঘ একটি গুরুত্বপূর্ন সড়ক।এর আরেক নাম এনজিও অফিস পাড়া। সড়কটির দু‘পাশ দিয়ে শত শত ্ঋষী পরিবারের বসবাস ।সড়কটিতে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। তার উপর অপরিকল্পিত ভাবে নির্মান করা বাড়ী ঘর।ফলে পানি নিষ্কাসনের পথ না থাকায় একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তাটির অনেকাংশ।সিমাহীন দূর্ভোগে পড়তে হয় ছাত্র ছাত্রী সহ এলাকাবাসির।এ দিকে গত দু‘যুগেও সড়কটি সংস্কার বা কার্পেটিং না হওয়ায় হতাসয় ভুগছে এমনটি উল্লেখ করে ঋষী পল্লীর চিত্তরঞ্জন দাস সিমুল দাস,বিকাশ দাস,পূষ্প দাস,উজালা রানী দাস সহ অনেকেই জানান দেশে সর্বত্র উন্নয়নের ছোয়া লাগলেও আমরা কেন বঞ্চিত।সেই কবে একবার ইটের সোলিং হয়েছিল তাও আবার চলাচরের অযোগ্য,কত কষ্টে যে আমাদের চলতে হয় তা যেন দেথার কেউ নেই।ছেলে-মেয়েদের স্কুল-কলেজ, রোগীদের হাসপাতাল যেতে এটি একমাত্র সড়ক।তাও আবার প্রভাবশালীদের মাল বোঝার্ই ট্রাকের চাকায় পিষ্ট,একদিকে জলাবদ্ধতা অপরদিকে খানা-খন্দ।জানিনা কবে পরিত্রান পাব এ দূর্ভোগের হাত থেকে।জনপ্রতিনিধিরা যে যতবার আশে ততবার আশ্বাসের কুমতি রাখেনা।প্রতিশ্রæতি শুধু মুখে কাজে নয়।তাই এখন রাস্তার কাজ শুরু না হলে আমাদের কোন বিশ্বাস নেই।উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন রাস্তাটি এজেন্ডায় রয়েছে।চলতি ১৭-১৮ অর্থ বছরেই এর কাজ শুরু হবে।উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর বলেন সড়কটির কাজ শিগ্রই শুরু হবে।এ জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরে তাগিদ দেয়া হয়েছে।