মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » বিদেশী প্রতিনিধি দলের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
বিদেশী প্রতিনিধি দলের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থা ইউনিসেফ, কইকা ও কেয়ার বাংলাদেশ এর বিদেশী প্রতিনিধি দলের সদস্যরা। দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত শিশু ও মাতৃমৃত্যু হার রোধে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষে কইকা বাংলাদেশের কান্ট্রী ডিরেক্টর নেতৃত্বে ১০ সদস্যের এ প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গদাইপুর ইউনিয়নের হিতামপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এরআগে প্রতিনিধি দলের সদস্যরা একই ইউনিয়নের মঠবাটী গ্রামের প্রসুতি মায়েদের সাথে নিরাপদ মাতৃত্ব ও শিশুমৃত্যুহার রোধের উপর মতবিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কইকা বাংলাদেশের কান্ট্রী ডিরেক্টর জো হিয়ুন গ্যিয়ু, কইকা দক্ষিণ এশিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার লি রিয়ং কিয়ং, কইকার কনসালটেন্ট জো ইয়াং জি, কইকার স্বাস্থ্য বিশেষজ্ঞ চই সন ইয়ং, খুলনার সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক, ইউনিসেফ খুলনার চিফঅব ফিল্ড অফিসার কপিল উদ্দীন, কেয়ার বাংলাদেশের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ জাহাঙ্গীর হোসাইন, ইউনেসেফ খুলনার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল আহসান, কেয়ার বাংলাদেশ এর টিম লিডার ডাঃ ইসমোতারা হেনা, প্রকল্প ব্যবস্থাপক কেএম আজিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ।